চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির (সিবিইউএফটি) এ্যাপারেল মার্চেন্ডাইজিং এন্ড ম্যানেজমেন্ট (এএমএম) ডিপার্টমেন্টের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা গত রবিবার এশিয়ান গ্রুপের অন্যতম বৃহৎ কারখানা মোহরা এশিয়ান এ্যাপারেলস লি. পরিদর্শন করেন। একডেমিক কার্যক্রমের অংশ হিসেবে ছাত্র–ছাত্রীরা ওই কারখানায় তৈরিপোশাক শিল্পের বিভিন্ন উৎপাদন ও রপ্তানি প্রক্রিয়ার ধাপসমূহ এবং মার্চেন্ডাইজিংয়ের বিভিন্ন পর্যায়সমূহ অবলোকন করেন।
এছাড়া শিক্ষার্থীরা বিভিন্ন মেশিনারিজের কার্য–পদ্ধতি সম্পর্কে সরাসরি ধারণা গ্রহণ করে। পরবর্তীতে পরিদর্শনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে অর্জিত জ্ঞানের সাথে কারখানায় প্রযুক্ত ব্যবহারিক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এএমএম ডির্পাটমেন্টের সহকারী অধ্যাপক ইমন বিশ্বাস শুভ উক্ত পরিদর্শন কার্যক্রম তত্ত্বাবধান করেন। মোহরা এশিয়ান এ্যাপারেলস লিমিটেডের পরিচালক মো. জাকির হোসেন সিবিইউএফটির শিক্ষার্থীদের অভ্যর্থনা জানান এবং বাস্তব অভিজ্ঞতালব্ধ জ্ঞান পরিদর্শন টিমের সাথে মতবিনিময় করেন। প্রেস বিজ্ঞপ্তি।












