চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজিতে (সিবিইউএফটি) ক্যারিয়ার এডভান্সমেন্ট ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল অলওভার প্রিন্টিং ইন ফ্যাশন এন্ড এপারেল ইন্ডাস্ট্রি শীর্ষক কর্মশালা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় সিবিইউএফটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালা পরিচালনা করেন ইউনিফিল গ্রুপের প্রধান ডিজাইনার শওকত হোসেন সোহেল। এতে শিক্ষার্থীরা অলওভার প্রিন্টিং মেশিন এবং সকল ডিজাইন সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেছেন। একইদিন দুপুরে সিবিইউএফটি ক্যারিয়ার এডভান্সমেন্ট ক্লাবের উদ্যোগে সিক্রেট অফ সাকসেস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর প্রদীপ কুমার চক্রবর্ত্তী।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন গ্লোবাল এসএমই হোম সুইজারল্যান্ডের প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট আনিস খান। বিশেষ অতিথি ছিলেন ইউনিফিল গ্রুপের প্রধান ডিজাইনার শওকত হোসেন সোহেল, চিটাগাং মক্কা কম্পোজিট টেঙটাইল মিলস্ লিমিটেডের প্রধান ডিজাইনার সুভাষ চক্রবর্তী। উপস্থিত ছিলেন ক্লাবের এডভাইজার এবং ডিন অফ ফ্যাকাল্টিজ মো. মশিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। এতে বক্তারা শিক্ষার্থীদের এ্যাপারেল সফলতার কলাকৌশল ও করণীয় নিয়ে আলোচনা করেন এবং অতিথিরা ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমে পাশে থাকার আশা ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।












