চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি)’র ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ও বিজিএমইএ’র সাবেক প্রথম সহ–সভাপতি নাসিরউদ্দিন চৌধুরী বলেছেন, প্রয়াত সাজেদুল ইসলাম খুব পরোপকারী মানুষ ছিলেন। তিনি একজন নিবেদিতপ্রাণ নেতা। এই বিশ্ববিদ্যালয়ে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে সিবিইউএফটির অপূরণীয় ক্ষতি হলো। গতকাল শনিবার সিবিইউএফটি’র উদ্যোগে অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য এসএম সাজেদুল ইসলাম স্মরণে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিবিইউএফটি ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ও বিজিএমইএ’র সাবেক প্রথম সহ–সভাপতি মোহাম্মদ আবদুস সালাম বলেন, পোশাকশিল্পে দক্ষ জনবল গড়ার কারিগর ছিলেন সাজেদুল ইসলাম। শিল্পোদ্যোক্তার পাশাপাশি দক্ষ জনবল গড়ার ক্ষেত্রে তিনি যে অবদান রখেছেন তা আমাদের সকলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। ট্রাস্টি বোর্ড সদস্য ও বিজিএমইএ’র সাবেক সহ–সভাপতি এএম চৌধুরী সেলিম বলেন,সিবিইউএফটি আজকের এই অবস্থানে আসার পেছনে সাজেদুল ইসলামের বেশ অবদান রয়েছে। তিনি তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।
সিবিইউএফটি’র ভাইস–চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ওবায়দুল করিম বলেন, সাজেদুল ইসলাম ছিলেন একজন গুণী ও আদর্শবান মানুষ। গুণী এই মানুষের প্রয়াণে বিশ্ববিদ্যালয়ে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা অপূরণীয় ক্ষতি। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিবিইউএফটি’র ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তীসহ শিক্ষক–শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।