চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটিতে শিক্ষক দিবস পালিত

| সোমবার , ৭ অক্টোবর, ২০২৪ at ৫:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজিতে (সিবিইউএফটি) বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার শিক্ষক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিবিইউএফটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ওবায়দুল করিম। তিনি বলেন, শিক্ষকদের মানমর্যাদা এবং কাজের স্বীকৃতির জন্যই শিক্ষক দিবস পালনের মূল উদ্দেশ্য। আমরা শিক্ষকরা আমাদের শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি।

শিক্ষকদের সকল নেতিবাচক কর্মকাণ্ড ও প্রলোভনের উর্ধ্বে উঠে এ মহৎ পেশাকে সার্বজনীন পেশা হিসেবে প্রতিষ্ঠা করার মাধ্যমে শিক্ষক দিবসে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান ড. ওবায়দুল করিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিবিইউএফটির প্রফেসর কাজী নাজমুল হুদা, ডীন মো. মশিউর রহমান প্রমুখ। এতে সিবিইউএফটির সকল শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধকলাউজানের দুই বিদ্যালয়ের গ্রন্থাগারে বই প্রদান
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার আইন বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রাম