চট্টগ্রাম বালিকা সদন পরিদর্শনে তুরস্কের রাষ্ট্রদূত

| বুধবার , ১ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর আমবাগানে অবস্থিত চট্টগ্রাম বালিকা সদন পরিদর্শন করেছেন বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। গতকাল মঙ্গলবার সকালে তুর্কি রাষ্ট্রদূত ও টিকা (ঞওকঅ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বালিকা সদন পরিদর্শনে আসলে প্রতিষ্ঠানের এতিম শিশু, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাদের স্বাগত জানান। অতিথিদের আগমন উপলক্ষে প্রতিষ্ঠানের মেয়েদের কোরআন তেলাওয়াত, হাম্‌দ ও একটি দেশাত্মবোধক নৃত্য পরিবেশনের মাধ্যমে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে অতিথিবৃন্দ চট্টগ্রাম বালিকা সদনে বৃক্ষরোপণ করে মোনাজাত করেন। পরে তুর্কি রাষ্ট্রদূত এবং সিবিএস এর কমিটির সদস্যবৃন্দ বালিকা সদন স্কুলভবন ও কম্পিউটার ল্যাব, মাশরুম চাষের প্রজেক্টের নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

উল্লেখ্য, ২০১৬ সালে তার্কিশ কর্পোরেশন এন্ড কোঅর্ডিনেশন এজেন্সি (ঞওকঅ) চট্টগ্রাম বালিকা সদনকে ১০টি কম্পিউটার অনুদান দেন। পরিদর্শনে তুর্কি রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন টিকা এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সিবিএস এর সভাপতি সালাউদ্দীন কাশেম খাঁন, সহসভাপতি ফরিদা চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য ফারহাত কাশেম খাঁন, প্রতিষ্ঠাতা সদস্য ড. সৈয়দা খুরশিদা বেগম, সহসাধারণ সম্পাদক কামরুল হাসান, কমিটির সদস্য আবুল বাশার, সোহেল আহমেদ, সালেহা রহমত আরা, ডেনিস বুলকুর প্রমুখ। পরিদর্শনে এতিমখানার মেয়েদের আয়োজন, তাদের পরিষ্কারপরিচ্ছন্নতা, পরিবেশ, পড়ালেখা, কোকারিকুলাম কার্যক্রম ও বসবাসের সু ব্যবস্থাপনা দেখে তুর্কি রাষ্ট্রদূত ও অথিতিবৃন্দ সন্তুষ্টি প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসম্মাননা পেলেন চট্টগ্রামেরপাঁচ শ্রেষ্ঠ জয়িতা
পরবর্তী নিবন্ধ৪১নং ওয়ার্ডে প্রতিবন্ধী মহিলাকে হুইল চেয়ার প্রদান