চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কাপ অনূর্ধ্ব-১৫ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (লাল) দল। গতকাল অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে চিটাগাং ক্রিকেট একাডেমিকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা। প্রথমে ব্যাট করতে নামা চিটাগাং ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১১০ রান সংগ্রহ করে। দলের পক্ষে আপন সর্বোচ্চ ৫০ রান করে। চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (লাল) দলের পক্ষে ইমতিয়াজ আলম ফাহাদ এবং মেহেরাব একটি করে উইকেট লাভ করে। জবাবে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (লাল) দল ৪ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে। দলের পক্ষে মাহিম সর্বোচ্চ ২৯ রান করে। চিটাগাং ক্রিকেট একাডেমির সুজন ও সুমন ২ টি করে উইকেট নিয়েছে। চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (লাল) দলের ইফতেখার উদ্দিন মাহিম ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। তিনি উপস্থিত ক্ষুদে খেলোয়াড়দের উদ্দেশে শারীরিক ও মানসিক সুস্থতা সম্পন্ন শিক্ষিত সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল করার প্রত্যাশায় লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যাওয়ার জন্য গুরুত্ব আরোপ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার এন্ড মেরিন) কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুর রহমান, চবক এর সচিব মো. ওমর ফারুক, পরিচালক (নিরাপত্তা) লে: কর্ণেল মোস্তফা আরিফ উর রহমান খান, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ) এর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম (ফটিক) সহ বিভাগীয় প্রধান গণ উপস্থিত ছিলেন।