চট্টগ্রাম বন্দর মার্চেন্ট শ্রমিকদের মতবিনিময়

| রবিবার , ৩০ জানুয়ারি, ২০২২ at ১০:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর সম্মিলিত মার্চেন্ট শ্রমিকদের উদ্যোগে মোহাম্মদ রফিকের সভাপতিত্বে ৩নং ফকিরহাট জাতীয় শ্রমিকলীগ ডক বন্দর অঞ্চলের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মাহাফুজুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ ডক বন্দর অঞ্চলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন। নুর আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মো. শাহজাহান, ফেরদৌস আলম, মো. রসিদ, মহিউদ্দিন মহাজন, জেড আর চৌধুরী বাবু, মো. ইকবাল, মোহাম্মদ ইব্রাহিম, মানিক, কালাম, খুরশিদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, বন্দরে ২০ ফুট কন্টেইনারে ১৩১ টাকা ও ৪০ ফুট কন্টেইনারে ২৪৫ টাকা মূল মজুরি থেকে কর্তন করা হয়। যা সম্পূর্ণরূপে বেআইনি ও অন্যায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএম আলী আজগর চৌধুরী জনকল্যাণে কাজ করে গেছেন
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিনে তথ্য অধিকার আইন বিষয়ক সভা