চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং। গতকাল বুধবার ১০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনি নিউমুরিং কন্টেনার টার্মিনালের (এনসিটি) অপারেশনাল কার্যক্রম, বাস্তবায়নাধীন লালদিয়া কন্টেনার টার্মিনাল ও বে–টার্মিনাল ঘুরে দেখেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, প্রতিনিধি দলটি বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। বন্দর চেয়ারম্যান প্রতিনিধিদলকে বন্দরের সামপ্রতিক সাফল্য তুলে ধরেন। অন্তর্বর্তী সরকারের সময়ে বন্দরের অর্জন ও সকল সূচকে প্রবৃদ্ধি সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।
রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামন বলেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক হাব হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম বন্দরের উন্নয়নে বিশেষ করে ‘মাল্টি মডেল কানেকটিভিটি’ এবং লজিস্টিক চেইনের বিষয়ে এডিবির সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্দরের উন্নয়নে যুগোপযোগী মাস্টারপ্ল্যান প্রণয়ন, অপারেশনাল এরিয়াতে কারিগরি সহায়তাসহ অন্যান্য উন্নয়ন প্রকল্পে এডিবির প্রত্যক্ষ সহযোগিতা কামনা করেন তিনি।
এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং চট্টগ্রাম বন্দরকে সহায়তার আশ্বাস দেন। বন্দরের উন্নয়নে কারিগরি সহায়তা ও লোন প্রদানের ব্যাপারেও তিনি আগ্রহ প্রকাশ করেন। প্রতিনিধি দলটির জন্য চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনার ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রকৌশল) কমডোর মোহাম্মদ মাযহারুল ইসলাম জুয়েল, বে–টার্মিনালের প্রকল্প পরিচালক কমডোর মোহাম্মদ মাহফুজুর রহমান, পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম, বন্দর সচিব মোহাম্মদ আজিজুল মওলা।












