চট্টগ্রাম বন্দর নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না

নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের মানববন্ধন

| রবিবার , ৯ নভেম্বর, ২০২৫ at ৫:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, চট্টগ্রাম বন্দর এদেশের প্রধান সমুদ্র বন্দর। স্বাভাবিকভাবেই এই বন্দরের সাথে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। অতীতে বহু দস্যু জাতি এই বন্দর দখল করে আমাদের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল। বহুকাল থেকেই এই বন্দরকে কেন্দ্র করে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এই বন্দর শুধুমাত্র দেশের অর্থনৈতিক চালিকাশক্তি নয় বরং এ বন্দরের সাথে এদেশের ও জাতির নিরাপত্তা সম্পৃক্ত। সুতরাং এই বন্দর নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না।

তিনি গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরের উদ্যোগে চট্টগ্রাম বন্দরের এনসিটি আন্তর্জাতিক দরপত্র ছাড়া বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে মানববন্ধনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। মহানগরীর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন, নগর ফেডারেশন নেতা হামিদুল ইসলাম, মুহাম্মদ নুরুন্নবী, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মনিরুল ইসলাম মজুমদার, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, বন্দর ইসলামী শ্রমিক সংঘের সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন, বন্দর থানা সভাপতি মুজাহিদুল ইসলাম আদনান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানুষকে ন্যায় ও ইনসাফের পথে ডাকতে হবে
পরবর্তী নিবন্ধচন্দনাইশে ধানের শীষের প্রার্থী দেয়ার দাবিতে উপজেলা বিএনপির সমাবেশ