চট্টগ্রাম বন্দর কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

| সোমবার , ২৩ জুন, ২০২৫ at ১১:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর কলেজের ১১তম ব্যাচের ছাত্রদের ও ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গতকাল রোববার শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মিতালী পালিতের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) মো. মাহবুব আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপসচিব ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. মমিনুর রশিদ। বাংলা বিভাগের প্রভাষক মুহাম্মদ তৌহিদুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জাহেদুল হক পলাশ। বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা আকতার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আহমদ ইমরানুল আজিজ, রসায়ন বিভাগের প্রভাষক মো. জাহাঙ্গীর আলম ও ব্যাবস্থাপনা বিভাগের প্রভাষক মো. তারিকুল ইসলাম। অনুষ্ঠানে বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয়।

এছাড়া বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে ২ জন ও বর্তমান ছাত্রদের পক্ষ থেকে একজন বক্তব্য রাখেন। এতে ৯ জন কৃতী ছাত্রকে পুরস্কার প্রদান করা হয়। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আহমদ ইমরানুল আজিজ।

প্রধান অতিথি বলেন, শিক্ষা শুধু কৃতিত্ব অর্জন করার জন্য নয় বরং মানুষ হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধবিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক