চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ‘এজেন্ট ডেস্ক সিস্টেম’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বন্দর অডিটরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালায় বন্দরের আমদানি–রপ্তানি কার্যক্রমকে আরও দ্রুত, স্বচ্ছ ও সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরের বিষয়টি বিস্তারিতভাবে উপস্থাপন করে বন্দর কর্তৃপক্ষের প্রযুক্তিগত সহযোগী প্রতিষ্ঠান ম্যাগনেটিজম টেক লিমিটেড।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। অনুষ্ঠানের উদ্বোধন করেন ম্যাগনেটিজম টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব কাদের চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে তিনি এজেন্ট ডেস্ক সিস্টেমের লক্ষ্য, সুবিধা এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন।
পরবর্তীতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বন্দরের ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রায় এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন এবং বন্দর–সম্পৃক্ত সব স্টেকহোল্ডারের সার্বিক সহযোগিতা কামনা করেন। এরপর ম্যাগনেটিজম টেক লিমিটেড–এর প্রযুক্তি দল এজেন্ট ডেস্ক সিস্টেম –এর বিভিন্ন মডিউল, কার্যপ্রণালী ও ভবিষ্যৎ সমপ্রসারণ পরিকল্পনা উপস্থাপন করে।
কর্মশালায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিপিং এজেন্ট, সি অ্যান্ড এফ এজেন্ট, ফ্রেইট ফরোয়ার্ডিং এজেন্টসহ বন্দরের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।












