বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার চট্টগ্রাম পর্বের খেলায় টানা দ্বিতীয় জয় পেয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয় এবং একাডেমি ল্যাবরেটরী স্কুল। গতকাল বন্দর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয় ৬১ রানে নাসিরাবাদ সরকারি বালক বিদ্যালয়কে পরাজিত করে। সাগরিকাস্থ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে একাডেমি ল্যাবরেটরী স্কুল ৭ উইকেটে পরাজিত করে সিএমপি স্কুল এন্ড কলেজকে। চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নামা বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয় শুরুটা ভাল করতে না পারলেও মিডল অর্ডারে তালহা জোবায়েরের দারুণ ব্যাটিং এর উপর ভর করে ৪৬.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে। তালহা জোবায়ের ৮৭ বলে ৩টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ৬৪ রান করে। এছাড়া মেহরাব খান ২০, মাহির শাহরিয়ার ২১ এবং ওয়াহিদুল করে ১২ রান। দলের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান আসে অতিরিক্ত থেকে। নাসিরাবাদ সরকারি বালক বিদ্যালয়ের পক্ষে ২৩ রানে ৩টি উইকেট নিয়েছে আশরাফুল। এছাড়া একটি করে উইকেট নিয়েছে শহীদ, তাফসিদুল, আবু বক্কর এবং নাহিয়ান। জবাবে ব্যাট করতে নামা নাসিরাবাদ সরকারি বালক বিদ্যালয় শুরু থেকেই উইকেট হারাতে থাকে। কাইয়ুম এবং আফফান মাহবুব কিছুটা চেষ্টা করলেও দলের হার এড়াতে পারেনি। শেষ পর্যন্ত ৪৭.৪ ওভারে ১১৩ রান করে অল আউট হয় নাসিরাবাদ সরকারি বালক বিদ্যালয়। দলের পক্ষে কাইয়ুম ৩৩, আফফান ২৩, আবু বক্কর ১৩ এবং মাহির করে ১১ রান। অতিরিক্ত থেকে আসে ১৮ রান। চট্টগ্রাম বন্দর উচ্চ বিদ্যালয়ের পক্ষে ২টি করে উইকেট নিয়েছে মেহরাব খান, আবদুর নুর এবং মাহির শাহরিয়ার। এছাড়া একটি করে উইকেট নিয়েছে শাফায়েত, ওয়াহিদুল, তালহা এবং রিদোয়ান। বিজয়ী দলের তালহা জোবায়ের ম্যাচ সেরা নির্বাচিত হয়।
মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে সিএমপি স্কুল এন্ড কলেজ। শুরুতে দুই ব্যাটার শূণ্য রানে আউট হলেও ওপেনার রুবায়েত এবং চার নম্বরে নামা নেওয়াজের দৃঢ়তায় ৩৭.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রান করতে সক্ষম হয় তারা। দলের পক্ষে নেওয়াজ করে সর্বোচ্চ ৪৩ রান। এছাড়া রুবায়েত ২৬, শাহরিয়ার ২৭ রান ছাড়া বাকি কেউ দুই অংকের ঘরে যেতে পারেনি। অতিরিক্ত থেকে আসে ২২ রান। একাডেমি ল্যাবরেটরী স্কুলের পক্ষে তুহিন ফরহাদ ১৯ রানে এবং মহিম ২৯ রানে নিয়েছে ৩টি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছে এরশাদুল, মুসলিম এবং নুর উদ্দিন। জবাবে ব্যাট করতে নামা একাডেমি ল্যাবরেটরী স্কুল ভাল শুরু করে। বিশেষ করে দলের টপ অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় মাত্র ২৫.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে তুহিন ৩৭ এবং নুর উদ্দিন ৩২ রান করে অপরাজিত থাকে। এছাড়া মহিম ১২, মুসলিম ২৭ এবং সাইফুল করে ১০ রান। অতিরিক্ত থেকে আসে ১৭ রান। সিএমপি স্কুল এন্ড কলেজের পক্ষে ১৯ রানে ২টি উইকেট নিয়েছে রুবায়েত খান। একটি উইকেট নিয়েছে নেওয়াজ। বিজয়ী দলের তুহিন ফরহাদ ম্যাচ সেরা নির্বাচিত হয়।