অনিবার্য কারণে আগমী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় চট্টগ্রাম বন্দর উপদেষ্টা কমিটির ১৪তম সভা স্থগিত করা হয়েছে। গতকাল রোববার উপদেষ্টা কমিটির সদস্যদের অনুকূলে নোটিশ ইস্যু করে স্থগিতের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
সূত্র জানায়, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী করোনায় আক্রান্ত হওয়ায় সভাটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বন্দর উপদেষ্টা কমিটির সভাপতি। সদস্য সচিব বন্দর চেয়ারম্যান। সদস্য আছেন চট্টগ্রামের সব সংসদ সদস্যসহ ৬০ জন। তিন মাস পরপর উপদেষ্টা কমিটির সভা হওয়ার কথা থাকলেও বৈশ্বিক মহামারী করোনার প্রভাবসহ নানা কারণে এক বছর পর সভার তারিখ নির্ধারণ করা হয়েছিল। জানতে চাইলে বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, উপদেষ্টা কমিটির সভার দিনক্ষণ চূড়ান্ত করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়েছে। সভার পরবর্তী তারিখ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, ২০১০ সালের অক্টোবরে দেশের প্রধান সমুদ্রবন্দরের কার্যক্রম গতিশীল ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উপদেষ্টা কমিটি গঠন করা হয়।