বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। পরে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। হাইকমিশনার বন্দরের সার্বিক অগ্রগতি, পরিচালনাগত ক্ষমতা ও দক্ষতা, বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং নিরাপত্তা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন। তিনি আগামীতে বাংলাদেশ–মালয়েশিয়ার দীর্ঘদিনের ভ্রাতৃত্বর্পূণ সর্ম্পক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
আলোচনাকালে নাবিক প্রশিক্ষণ, পোর্ট ম্যানেজমেন্ট ট্রেনিংসহ সংশ্লিষ্ট অন্যান্য খাতে মালয়েশিয়ায় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়াও চিকিৎসা ক্ষেত্রে মালয়েশিয়ার অভাবনীয় সাফল্যের কথা উল্লেখ করে বাংলাদেশের রোগীদের উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়া গমণের পরার্মশ দেন। মালয়েশিয়ার হাইকমিশনারকে চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনার উপর একটি প্রেজেন্টেশন প্রদান করা হয়। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরির্দশন করেন।












