চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার একটি আম্রপালী গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। সকাল সাড়ে এগারটায় বন্দর ভবন চত্বরে তিনি গাছের চারা রোপণ করেন।
এ সময় বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলম, সদস্য (অর্থ) কামরুল আমিন, সদস্য (প্রকৌশল) কমডোর এম নিয়ামুল হাসান, সদস্য (হারবার অ্যান্ড মেরিন) কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সচিব মো. ওমর ফারুক, উপ-ব্যবস্থাপক (ভূমি) জিল্লুর রহমান, বন্দরের বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সিবিএ নেতারা উপস্থিত ছিলেন।
বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান, জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংগতি রেখে এবার বন্দরের বিভিন্ন অফিস, আবাসিক এলাকা, স্কুল, কলেজ, হাসপাতাল, রেস্ট হাউস ইত্যাদি স্থাপনায় ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিবেশ বিপর্যয় থেকে দেশ বাঁচানো ও অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান।