চট্টগ্রাম বন্দরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

ব্যাপক উৎসাহউদ্দীপনা মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ আসর গতকাল বুধবার দিনব্যাপী বন্দরের শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল এডমিরাল এস এম মনিরুজ্জামান। সকাল থেকেই শুরু হয় প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট। প্রতিযোগিতায় আকর্ষনীয় ইভেন্ট ছিল ১০০ মিটার স্প্রিন্ট। এতে প্রথম হয়ে শেখ ওমর ফারুক টানা ৭ম বারের মত দ্রুততম মানব হয়েছেন। এছাড়া শেখ ওমর ফারুক ২০০ মিটার দৌড়েও প্রথম হয়েছেন। এছাড়া ১০০ মিটার স্প্রিন্টে তরুণ কুমার দ্বিতীয় ও ইমাম তৃতীয় স্থান অর্জন করেন। এবারের আসরে বন্দরের বিন্নি বিভাগের দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। নিয়মিত ইভেন্টের পর বিকেলে ছিল ‘যেমন খুশী যেমন সাজো’র মতো আকর্ষনীয় ইভেন্ট। এতে বন্দর কর্মচারী,কর্মকর্তাদের বিভিন্ন বয়সি সন্তানরা চলমান ঘটনাগুলোর আলোকে সজ্জিত হয়ে মাঠে আসেন। এছাড়া ছিল অতিথিদের রশি টানাটানি,বল নিক্ষেপ,ডার্ট ইভেন্ট। বিকেলে চট্টগ্রাম বন্দর মহিলা সংঘের প্রধান পৃষ্ঠপোষক আইরিন জামান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অন্যদের মাঝে বন্দর কর্তৃপক্ষের সদস্য আহমেদ আমিন আবদুল্লাহ, ক্রীড়া সমিতির সভাপতি বন্দরের পরিচালক ( প্রশাসন) ওমর ফারুক ও সাধারণ সম্পাদক বন্দরের ভারপ্রাপ্ত সচিব আজিজুল মাওলা বক্তব্য রাখেন। এ সময় বন্দরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবিগ ব্যাশে শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে ফাইনালে ওঠার লড়াইয়ে রিশাদরা
পরবর্তী নিবন্ধশ্রীলঙ্কাকে উড়িয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশ