চট্টগ্রাম বন্দরের কনটেইনার থেকে মালামাল চুরির সময় যুবক গ্রেপ্তার

| শুক্রবার , ১২ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরের কনটেইনার থেকে মালামাল চুরির সময় একজনকে গ্রেপ্তার করেছে বন্দরের নিরাপত্তা বিভাগ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে বন্দরের জেনারেল কার্গো বার্থ (জিসিবি) এলাকার ১৩ নম্বর শেডে কনটেইনারের সিল ভেঙে চুরি করতে গিয়ে ধরা ধরা পড়ে সে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির মো. সাইফুল ইসলাম রুবেল (৩৪)। তার কাছ থেকে কাপড়ের সাতটি রোল, চার পিস ইয়াবা ও একটি খোলা ট্রাক জব্দ করা হয়।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, ১৩ নম্বর শেডে আনস্টাফিংয়ের জন্য অপেক্ষমাণ একটি কনটেইনারের সিল ভেঙে রুবেল মালামাল চুরির চেষ্টা করছিলেন। ঘটনাটি বন্দরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লে নিরাপত্তা বাহিনী দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের তাকে চট্টগ্রাম বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীর ফিশিং ট্রলার ডুবি, ভাসমান ১৪ মাঝি ৯ ঘন্টা পর উদ্ধার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে শ্বশুর বাড়ি থেকে স্বামী যাওয়ার পরপরই মিলল স্ত্রীর লাশ