খুলনা শিপইয়ার্ড লিমিটেড (খুশিলি) চট্টগ্রাম বন্দরকে তাদের রাবার ফ্যাক্টরিতে উৎপাদিত হাইটেক রাবার আইটেম সরবরাহ করবে। সরকারি ক্রয় সংক্রান্ত আইন ও বিধির আলোকে সেসব মালামাল সরবরাহ করা হবে। গতকাল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের এ ব্যাপারে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
গতকাল (সোমবার) সকালে বন্দরের বোর্ডরুমে সম্পাদিত সমঝোতা স্মারকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষে সদস্য (প্রকৌশল) কমডোর কাওছার রশিদ এবং খুলনা শিপইয়ার্ডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক কমডোর শহিদুল্লাহ আল ফারুক স্বাক্ষর করেন।
বন্দর সূত্র জানিয়েছে, বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে খুশিলি তাদের রাবার ফ্যাক্টরিতে উৎপাদিত হাইটেক রাবার আইটেমসমূহের মধ্যে যেগুলো চবকের বিভিন্ন বিভাগের অধীনে বিবিধ ক্ষেত্রে ব্যবহৃত হয়, সরকারি ক্রয় সংক্রান্ত আইন ও বিধির আলোকে সেসব মালামালের সরবরাহ অব্যাহত রাখবে। সমঝোতার স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












