চট্টগ্রাম ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল আজ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৩ অক্টোবর, ২০২৫ at ৭:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ফ্রাঞ্চাইজি টিটোয়েন্টি ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল খেলা আজ দুপুর ২টায় চট্টগ্রাম জেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উক্ত ফাইনালে মুখোমুখি হবে কেকেআরসি এবং আম্বিয়া স্পোর্টস। এই টুর্নামেন্টে একেবারে অজেয় থেকে ফাইনালে এসেছে কেকেআরসি। সেমিফাইনালে তারা হারিয়েছে টুয়েন্টি ইভেন্টজ গ্রুপকে। অপরদিকে আম্বিয়া স্পোর্টস সেমিফাইনালে পরাজিত করে এনএইচটি স্পোর্টকে। আজকের ফাইনালে জিতে যে দল চ্যাম্পিয়ন হবে তারা প্রাইজ মানি হিসেবে পাবে এক লক্ষ টাকা। রানারআপ দল প্রাইজ মানি হিসেবে পাবে ৫০ হাজার টাকা। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ১০ হাজার টাকা। সেরা বোলার পাবেন ৫ হাজার টাকা। সেরা ব্যাটসম্যান পাবেন ৫হাজার টাকা। এছাড়া আজকের ফাইনালের সেরা খেলোয়াড় পাবেন ৩ হাজার টাকা। গতকাল ফাইনালে জায়গা করে নেওয়া দু দলের অধিনায়ক যথাক্রমে কেকেআরসির আবদুল কাদের রাসেল এবং আম্বিয়া স্পোর্টসের শহীদুল ইসলাম ট্রফি নিয়ে ফটোসেশনে মিলিত হন। দু জনেরই প্রত্যাশা ট্রফি জেতার। তবে মাঠে যে দল সেরাটা দিতে পারবে তারাই জিতবে এই ট্রফি। যদিও বৈরি আবহাও কতটা সহযোগিতা করবে এই ফাইনাল আয়োজনে তা হয়তো সময়ই বলে দেবে। এদিকে আজ ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন। ফাইনাল খেলা শেষে উপস্থিত দর্শকদের জন্য ‘রাফেল ড্র’র মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার এর ব্যবস্থা থাকবে। এছাড়াও অনুষ্ঠান শেষে সন্ধ্যায় আতশবাজির প্রদর্শনী থাকবে।

পূর্ববর্তী নিবন্ধলিটনের নেতৃত্বের প্রশংসায় সাকিব
পরবর্তী নিবন্ধপ্রথমবার বিসিবি পরিচালক হয়ে জানালেন আবীর চট্টগ্রাম বিভাগের ক্রিকেটের উন্নয়নই তার প্রথম লক্ষ্য