চট্টগ্রাম ফ্রঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে শুভ সূচনা করেছে আম্বিয়া স্পোর্টস। গতকাল চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে আম্বিয়া স্পোর্টস ২ উইকেটে ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে শুভ সূচনা করে। টুর্নামেন্টে ব্রাদার্স ইউনিয়নের এটি টানা দ্বিতীয় পরাজয়। একই মাঠে অনুষ্ঠিত টুয়েন্টি ইভেন্টজ এবং চট্টগ্রাম হার্বিঙ্গাস এর মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়। ফলে দু দল এক পয়েন্ট করে লাভ করে। গতকাল দিনের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে ব্রাদার্স ইউনিয়ন। কিন্তু শুরুটা ভাল হয়নি। ৩ রানে প্রথম উইকেট হারায় ব্রাদার্স। তবে দ্বিতীয় উইকেটে কপিল এবং ওমর হাসান মিলে যোগ করেন ৯৭ রান। যেখানে ওমর হাসানের অবদান মাত্র ১১ রান। ওমর হাসানকে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন শহীদুল। পরের ওভারে ফিরেন কপিল। তবে ফেরার আগে ৪০ বলে ১১টি ছক্কার সাহায্যে ৮৬ রান করে আসেন কপিল। এরপর বাকি ব্যাটাররা কেবলই আসা যাওয়া করেছেন। ফলে ১৪০ রানে থামে ব্রাদার্স ইউনিয়নের ইনিংস। যেখানে কপিল একাই করেন ৮৪ রান। আর বাকিরা সবাই মিলে করেছে ৫১ রান। দলের ব্যাটারদের মধ্যে ওমর হাসান ১১ এবং মোরসালিন মুরাদ ১৭ রান ছাড়া বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। আম্বিয়া স্পোর্টসের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন শহীদুল ইসলাম, শাখাওয়াত এবং ওবায়দুল্লাহ। জবাবে ব্যাট করতে নামা আম্বিয়া স্পোর্টস প্রথম ওভারেই ফারহানকে হারায়। দ্বিতীয় উইকেটে মুনতাসির এবং বাপ্পা মিলে যোগ করেন ৩০ রান। ১০ বলে ১৭ রান করে ফিরেন মুনতাসির। সাব্বির শিকদার ফিরেন রানের খাতা খোলার আগেই। তবে বাপ্পার ২৯ এবং শহীদুলের ২৫ রান জয়ের পথে রাখে আম্বিয়া স্পোর্টসকে। শেষ দিকে জয়ের ২০ বলে ২৬ রানের সুবাদে ৩ বল বাকি থাকতে ২ উইকেটের জয় তুলে নেয় আম্বিয়া স্পোর্টস। এছাড়া ১৭ রান করে আসে রাজা এবং ওবায়দুল্লাহর ব্যাট থেকে। ব্রাদার্স ইউনিয়নের পক্ষে ১৬ রানে ৩টি উইকেট নিয়েছেন ইফতেখার সাজ্জাদ রনি। তৌহিদুল ইসলাম নিয়েছেন ৩২ রানে ৩ উইকেট। বিজয়ী দলের ওবায়দুল্লাহ ম্যাচ সেরা নির্বাচত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস এর সাবেক অতিরিক্ত সাধারন সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। একই মাঠে টুয়েন্টি ইভেন্টজ এবং চট্টগ্রাম হার্বিনগার্স এর মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। টসে জিতে ব্যাট করতে নেমে টুয়েন্টি ইভেন্টজ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন ইশতিয়াক। তাজুল ইসলাম ২৭ বলে ২৭, আরমান ২০ বলে ১৭ এবং তুহিন ১২ বলে করেন ১০ রান। চট্টগ্রাম হার্বিনগার্স এর পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন ইফরান এবং জুনায়েদ। জবাবে ব্যাট করতে নেমে চট্টগ্রাম হার্বিনগার্স ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৬ রান করলে শুরু হয় বৃষ্টি। এরপর মাঠ খেলার অনুপযোগী হয়ে যাওয়ায় মাঠে গড়ায়নি খেলার বাকি অংশ। ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচের আম্পায়াররা। ফলে দুই দল এক পয়েন্ট করে ভাগ করে।