চট্টগ্রাম ফুটবল লিগ গতবার শুরু হতে হতেও আর হয়নি। দেশের বিরাজমান পরিস্থিতিতে ফুটবল মাঠে গড়ানোর সুযোগও হয়নি। গত জুলাই আন্দোলনের পর খেলোয়াড়রা মাঠমুখি হওয়ার সুযোগ আর পায়নি। চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) সভাপতি এস এম শহীদুল ইসলাম এ প্রসঙ্গে জানান, খেলোয়াড়রা আর বসে থাকতে চায় না। তারা মাঠে নামতে চায় খেলতে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে অনেক ক্লাব কর্মকর্তাই মাঠে অনুপস্থিত। ফলে ক্লাবগুলো মাঠে নামতে খুব বেশি আগ্রহী নয়। গত ১৫ ডিসেম্বর ২০২৪ সিজেকেএস–সিডিএফএ আয়োজিত প্রিমিয়ার ফুটবল লিগ ২০২৪–২৫ শুরুর ব্যাপারে সিডিএফএ এর উদ্যোগে সিজেকেএস কনফারেন্স রুমে এক সভা অনুষ্ঠিত হয়েছিল।
এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতির উপস্থিতিতে ক্লাব সমূহের সভাপতি ও সাধারণ সম্পাদক বা প্রতিনিধিরা মতবিনিময় সভায় মিলিত হন। সে সভায় গত মে মাসে এ প্রিমিয়ার ফুটবল লিগ শুরু করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু সরকার পরিবর্তনের পর সার্বিক পরিস্থিতির কারণে পরিবর্তিত সময়ে আর লিগ শুরু করা যায়নি। জানা গেছে ক্লাব সংশ্লিষ্ট অনেকেই এখন অনুপস্থিত আছেন। ফলে ক্লাবগুলোও খুব বেশি আগ্রহবোধ করছে না এখনই ফুটবল লিগে অংশ নিতে। তবে গত ১৪ জুলাই সোমবার সন্ধ্যায় সিডিএফএ আয়োজিত কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে লিগ আয়োজনের লক্ষে অংশগ্রহণকারী দলসমূহ এবং সিজেকেএস ক্লাব সমিতির সাথে মতবিনিময় সভা অতি শীঘ্রই আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। যদি সে সভা অনুষ্ঠিত হয় তাতেই বোঝা যাবে চট্টগ্রামের ফুটবল কখন মাঠে গড়াবে।
চট্টগ্রাম ফুটবল লিগ শুরুর ব্যাপারে আলোচনা ছাড়াও আরও কিছু সিদ্ধান্ত সভায় গৃহীত হয়। বাফুফে আয়োজিত অনূর্ধ্ব–১৭ ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন অংশগ্রহণ করবে। দল অংশগ্রহণের লক্ষে প্রাথমিকভাবে ৫০জন খেলোয়াড়কে বাছাই করা হয়। মূল দল গঠনের লক্ষে বাছাইকৃত উক্ত ৫০জন খেলোয়াড় হতে সিডিএফএ প্লেয়ার স্টাটাস উপ কমিটির মাধ্যমে ২৫জন খেলোয়াড় নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। সভায় বাংলাদেশ মহিলা ফুটবল দল এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করায় সিডিএফএ কার্যনির্বাহী কমিটির পক্ষ হতে তাদের অভিনন্দন জ্ঞাপন করা হয়। গত সোমবার চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন সিডিএফএ সহ সভাপতি নজরুল ইসলাম লেদু, মোহাং শাহজাহান, কোষাধ্যক্ষ মোহাম্মদ দিদারুল আলম, সিডিএফএ সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলাল, সিজেকেএস নির্বাহী সদস্য সিডিএফএ নির্বাহী সদস্য মাহমুদুর রহমান মাহবুব, কাজী জসিম উদ্দিন, হারুন আল রশীদ, আবু সৈয়দ মাহমুদ, সাইফুল আলম খান, যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত প্রমুখ।