চট্টগ্রাম ফুটবল কোচে’স এসোসিয়েশনের এডহক কমিটির এক সভা গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের এডহক কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম লেদুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মো. কাসেম, সদস্য–সচিব মাসুদ পারভেজ কায়সার, সদস্য মোমিনুল হক খোকন, মো. আলী, মো. শামসুদ্দিন, নাজিম উদ্দিন নাজু, নাসিরউদ্দিন, হায়দার কবির প্রিন্স, মো. ইব্রাহীম, একরাম আফসার, মহসীন আলী বাদশা। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২১ ডিসেম্বর বিকাল ৩টা হতে ৫টা পর্যন্ত সময়ে চট্টগ্রাম ফুটবল কোচে’স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির প্রথম নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। সিজেকেএস ক্লাব সমিতির অতিরিক্ত সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলালকে প্রধান নির্বাচন কমিশনার, সিজেকেএস ক্লাব সমিতির যুগ্ম–সম্পাদক শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর ও সিজেকেএস ক্লাব সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য শওকত হোসাইনকে নির্বাচন কমিশনার মনোনীত করা হয়। নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণার পর নির্বাচনী কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












