সীতাকুণ্ড ইকোপার্ক ও বোটানিক্যাল গাার্ডেনে চট্টগ্রাম ফিল্ম ইন্সটিটিউটের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সমাবেশ গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউটের আজীবন সদস্য ও উপদেষ্টা আবু ইউসুফের সভাপতিত্বে ও ইনস্টিটিউটের সভাপতি শৈবাল চৌধূরীর পরিচালনায় ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক রূপম সেন এবং বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন, ইনস্টিটিউটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব অসীম নন্দী ও অধ্যাপক দুলাল বড়ুয়া।
সভার প্রারম্ভে বার্ষিক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইনস্টিটিউটের ৪০ জন সদস্য উপস্থিত ছিলেন। সমগ্র আয়েজন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সদ্য প্রয়াত সভাপতি লাইলুন নাহার স্বেমির স্মৃতিতে উৎসর্গ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।