অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও বৃত্তি প্রদান, স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিচালনায় সহায়তা প্রদান, তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরিতে পৃষ্ঠপোষকতা প্রদান, মানবসম্পদ উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান, সাংস্কৃতিক চর্চা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন বার্ষিক প্রতিযোগিতার আয়োজনসহ বহুমুখী লক্ষ্য সামনে রেখে যাত্রা শুরু হলো চট্টগ্রাম ফাউন্ডেশনের। গতকাল শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে নবগঠিত ‘চট্টগ্রাম ফাউন্ডেশন’ এর উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ মোখলেস উর রহমান। এসময় চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন, অতিরিক্ত বিভাগীয় কমিশনারবৃন্দ, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসকবৃন্দ, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চট্টগ্রাম ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক ফাউন্ডেশন। মানুষের কল্যাণে বহুমুখী লক্ষ্য নিয়ে ক্লাবটি যাত্রা শুরু করছে।
ফাউন্ডেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক এবং সহ–সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও জেলা পুলিশ সুপার। অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) সদস্যসচিব ও উল্লেখযোগ্য সরকারি, উন্নয়নমূলক ও স্বেচ্ছাসেবী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দকে সদস্য করে প্রাথমিক ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। ফাউন্ডেশনের প্রধান কার্যালয় নগরীর লেডিস ক্লাব সংলগ্ন এলাকায় অবস্থিত হবে বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।