সমাজসেবা অধিদফতরের গত ২৫ ফেব্রুয়ারি ফলমন্ডি, রেলওয়ে মেন্স সুপার মার্কেটের চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটি সাধারণ সদস্যের তালিকা হালনাগাদ এবং ভোটার তালিকা প্রস্তুত করে আগামী ৬০ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে তিন (০৩) মেয়াদি কার্যকর কমিটি গঠন করবে। মেসার্স হোসেন এন্ড সন্সের স্বত্বাধিকারী হাজী মোহাম্মদ ইউনুছকে আহ্বায়ক, মেসার্স রূপা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাজী মোহাম্মদ আবদুল লতিফ বাবুল, মেসার্স এস কে ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ শফিউল আজম টিপু, মেসার্স দিহান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ শহিদুল আলম, মেসার্স আর এ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ শামশুদ্দিনকে সদস্য করে ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটি চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটি হিসেবে সাংগঠনিক, প্রশাসনিক, আর্থিক (ব্যাংকের লেনদেনসহ) ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে এবং পরবর্তী কার্যকরী কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবে। প্রেস বিজ্ঞপ্তি।