চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির এডহক কমিটির আয়োজনে বিশেষ সাধারণ সভা গত ১৩ ডিসেম্বর চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এডহক কমিটির সভাপতি প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য ও সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক মউদুদুল আলম, সাবেক সভাপতি অনুজ কুমার বড়ুয়া, সদ্য বিদায়ী সভাপতি বাসব শীল।
অনুজ কুমার বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি‘র প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি আলোকচিত্রী মৃণাল সরকার, সাবেক সভাপতি আলোকচিত্রী মুরতজা তৌফিকুল ইসলামসহ প্রয়াত সকল আজীবন ও সাধারণ সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করে তাঁদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। সভাপতির তাঁর বক্তব্যে বিশেষ সাধারণ সভার উদ্দেশ্য ও আলোচনার বিষয়বস্তু নিয়ে উপস্থিত সকলকে অবহিত করেন। সেই আলোকে বিষয়ভিত্তিক আলোচনায় অংশ গ্রহণ করেন সাবেক সভাপতি দেবপ্রসাদ দাস দেবু, রহমত উল্লাহ স্বপন, কমল দাশ ও ফারুক বিন সাদেক।
সভায় এডহক কমিটির প্রস্তাবনার আলোকে সকল সদস্যদের সমর্থন ও ঐক্যমতে আন্তর্জাতিক খ্যাত আলোকচিত্রী শোয়েব ফারুকীকে সভাপতি, আলোকচিত্রী মোহাম্মদ ফখরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও শেখ আব্দুল্লাহ মেরাজ মন্টুকে অর্থ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট ২০২৬–২০২৮ দ্বিবার্ষিক কার্য নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি মো. সোলেমান সায়মন ও মোনায়েম বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর, প্রদর্শনী সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী মিঠু, প্রচার ও যোগাযোগ সম্পাদক মোরশেদ আলম চৌধুরী, তথ্য ও পাঠাগার সম্পাদক দেবাশীষ দত্ত, নির্বাহী সদস্যবৃন্দ যথাক্রমে বাসব শীল (পদাধিকার বলে), সুমী মল্লিক, সত্যজিৎ রঞ্জন দত্ত, জুয়েল দাশ ও রাফায়াতুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।










