চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ ক্রীড়ার উদ্বোধন করেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তরফদার রুহুল আমিন বলেন, দেশের সাংবাদিকদের কল্যাণে আমার প্রতিষ্ঠান সামর্থ্য অনুযায়ী কাজ করছে। দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। বৈশ্বিক করোনাকালে মানুষ যখন ঘরে বন্দি ছিল চট্টগ্রামের সাংবাদিকরা দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। এতে অনেক সাংবাদিক আক্রান্ত হয়েছেন কেউ কেউ মৃত্যুবরণও করেছেন। আমরা সামর্থ্য অনুযায়ী সাংবাদিকদের সাথে থেকে অনুপ্রেরণা দেয়ার চেষ্টা করে যাচ্ছি। চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিকদের কল্যাণমূলক কাজে অতীতের মতো আগামিতেও থাকবো। তরফদার রুহুল আমিন আরও বলেন, সাইফ পাওয়ার টেক শুধু ব্যবসা নয় সমাজ পরিবর্তনেও কাজ করে। শিশু কিশোরদের দেশের ইতিহাস ঐতিহ্য শিক্ষা দেয়ার বিশেষ কর্মসূচি নিয়ে আমরা কাজ করছি। দেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে বিশিষ্ট জনদের প্রকাশিত গ্রন্থ থেকে শিশু কিশোরদের শিক্ষা দিতে শিক্ষামূলক অনুষ্ঠান আয়োজনসহ ব্যাপক কর্মসূচি পালন করছি। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের প্রথমে প্রধান অতিথিকে প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি তরফদার রুহুল আমিন এবং প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস দাবার ঘুটি চালের মাধ্যমে মাসব্যাপী চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মাসব্যাপী এ প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ক্লাবের সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নেবেন।