চট্টগ্রাম প্রেস ক্লাব মিনি ম্যারাথন ৯ মার্চ

| মঙ্গলবার , ৫ মার্চ, ২০২৪ at ৮:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাবইস্পাহানি মিনি ম্যারাথন আগামী ৯ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে প্রেস ক্লাব ক্রীড়াউপকমিটির সভা গতকাল ৪ মার্চ সোমবার দুপুরে প্রেস ক্লাব সভাকক্ষে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক ও ক্রীড়া কমিটির আহবায়ক এম সরওয়ারুল আলম সোহেলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, ক্রীড়া উপকমিটির সদস্য নির্মল চন্দ্র দাস, আবু জাফর মো. হায়দার, জাকির হোসেন লুলু, মোস্তাফিজুর রহমান, দেবাশীষ বড়ুয়া দেবু, সাইফুল্লাহ চৌধুরী, সুলতান মাহমুদ সেলিম, মো. গোলাম মর্তুজা আলী, ওমর ফারুক এবং রনি দত্ত। মিনি ম্যারাথন পাঁচটি সদস্য ক্যাটাগরি এবং একটি সদস্যা ক্যাটাগরিতে আয়োজনের বিষয়ে আলোচনা হয়।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে জামালখান মোড়আসকার দীঘিকাজীর দেউড়িপুরাতন বিমান অফিস লাভ লেইনবৌদ্ধমন্দির মোড়চেরাগী মোড় অতিক্রম করে আবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এসে ম্যারাথন দৌড় সমাপ্ত হবে। আগামী ৭ মার্চ দুপুর ১২টায় প্রেস ক্লাবে ম্যারাথন সংক্রান্ত সংবাদ সম্মেলন এবং লোগো উন্মোচন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধসিএমপি এবং চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধপাইরেট্‌সকে উড়িয়ে নওজোয়ানের চমক