চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনের ২য় তলায় নির্মিত ‘ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তন’ এর উদ্বোধন আজ। সকাল ১১টায় এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। এ অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি সকলের উপস্থিতি কামনা করেছেন।












