চট্টগ্রাম প্রেস ক্লাব ক্রীড়ায় ক্যারম পঞ্চাশোর্ধ্ব এককে বিশ্বজিৎ চ্যাম্পিয়ন

| মঙ্গলবার , ৭ ডিসেম্বর, ২০২১ at ১১:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়ার ক্যারম পঞ্চাশোর্ধ্ব এককের ফাইনাল খেলা সোমবার প্রেস ক্লাবে সম্পন্ন হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ৩-২ গেমের ব্যবধানে বিশ্বজিৎ বড়ুয়া মুহাম্মদ মোরশেদ আলমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। সদস্যদের ব্যাডমিন্টন এবং দাবা প্রতিযোগিতা শীঘ্রই শুরু হবে। খেলায় অংশগ্রহণের জন্য নাম অন্তর্ভুক্তকারী সদস্যদের খেলার শিডিউল পরবর্তীতে জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
পরবর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে বার্ষিক স্নুকার ও নাইনবল ফাইনাল সম্পন্ন