চট্টগ্রাম প্রেস ক্লাব ইতিহাস প্রণয়ন কমিটির সভা

| বুধবার , ২০ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাব ইতিহাস প্রণয়ন উপকমিটির প্রথম সভা গত ১৮ সেপ্টেম্বর রাতে দৈনিক আজাদী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং ইতিহাস প্রণয়ন উপকমিটির আহ্বায়ক এম এ মালেক।

উপস্থিত ছিলেনচট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্‌উদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, ইতিহাস প্রণয়ন উপকমিটির যুগ্ম আহ্বায়ক জসীম চৌধুরী সবুজ, উপকমিটির সদস্য মইনুদ্দীন কাদের শওকত, শহীদ উল আলম, নুরুল আমিন, দৈনিক আজাদীর চীফ রিপোর্টার হাসান আকবর, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম।

সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জমি হুকুম দখলের সময়ের আলোকে প্রতিষ্ঠাবার্ষিকীর তারিখ নির্ধারণের প্রাথমিক আলোচনা হয়। প্রবীণ সাংবাদিকদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে দলমতের উর্ধ্বে থেকে সকল বিষয় যাচাই বাছাইয়ের মাধ্যমে গ্রহণযোগ্য ইতিহাস প্রণয়নের ব্যাপারে গুরুত্ব এবং কারো কাছে ক্লাবের ইতিহাস সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য, ছবি, প্রকাশনা থাকলে তা সরবরাহের অনুরোধ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউন্নয়নে রাজনৈতিক বৈষম্যতা হয়নি
পরবর্তী নিবন্ধরাজকে ডিভোর্স লেটার পাঠালেন পরীমণি