চট্টগ্রাম প্রেস ক্লাবে যুবলীগের দুই পক্ষের হাতাহাতি

আজাদী প্রতিবেদন | বুধবার , ২ নভেম্বর, ২০২২ at ২:২৭ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাবে যুবলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর ১১টার দিকে প্রেস ক্লাবে উঠার সময় দোতলার সিঁড়িতে এ হাতাহাতির ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা এক যুবলীগ নেতা আজাদীকে বলেন, আগামী ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি এবং সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের হলরুমে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ঢাকা থেকে আসেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্ট্রার শেখ ফজলে নাঈম।

প্রত্যক্ষদর্শী কয়েকজন নেতাকর্মী জানান, ব্যারিস্ট্রার শেখ ফজলে নাঈম প্রেস ক্লাবে উঠার সময় তার পিছনে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন ও চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মহিউদ্দিনের সমর্থকদের সাথে হাতাহাতি হয়।

পরে সিনিয়র নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। জানা যায়, ফজলে রাব্বি সুজন ও আবু মোহাম্মদ মহিউদ্দিন দুইজনই মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী ও ফটিকছড়িতে ভোটগ্রহণ চলছে
পরবর্তী নিবন্ধবাংলাদেশের সামনে ১৮৫ রানের লক্ষ্য