চট্টগ্রাম প্রেস ক্লাবে দুই সাংবাদিককে স্মরণ

| বুধবার , ১৪ ডিসেম্বর, ২০২২ at ১০:৪০ পূর্বাহ্ণ

প্রবীণ সাংবাদিক চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ এস এম আতিকুর রহমান এবং প্রবীণ সাংবাদিক তপন দাশবর্মনের মৃত্যুতে আয়োজিত শোকসভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে বরাবরই সমাজের কল্যাণে কাজ করেন। আজকে যাঁদের মৃত্যুতে শোকসভা আয়োজন করা হয়েছে, তাঁরাও সারা জীবন সাংবাদিকতা পেশা ও দায়িত্বের প্রতি অনুগত থেকে সাংবাদিকতা পেশার মান অক্ষুণ্ন রেখেছেন। তাঁদের মৃত্যুতে শূন্যতা সৃষ্টি হলেও তাঁরা থাকবেন আমাদের হৃদয়ে।

গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে শোকসভা আয়োজন করা হয়। চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় শোকসভায় স্বাগত বক্তব্য দেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী।

শোকসভায় স্মৃতিচারণ করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সাবেক সভাপতি কলিম সরওয়ার এবং তপন দাশবর্মনের সহধর্মিণী সাংবাদিক সুচন্দা নন্দী এবং এস এম আতিকুর রহমানের জ্যেষ্ঠ সন্তান এস এম মুহিবুর রহমান। শোকসভার শুরুতে প্রয়াত সকল সাংবাদিকের আত্মার শান্তি কামনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সভায় এস এম আতিকুর রহমানের পরিবারকে চট্টগ্রাম প্রেস ক্লাবের মৃত্যুকালীন অনুদানের চেক হস্তান্তর করেন প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস এবং সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী।

শোকসভায় প্রেস ক্লাবের সহ সভাপতি স ম ইব্রাহীম, মইনুদ্দীন কাদেরী শওকত, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, কার্যকরী সদস্য দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, দৈনিক নয়া বাংলার সম্পাদক জেড এম এনায়েত উল্লাহ, প্রবীণ সাংবাদিক জাহিদুল করিম কচি, মুক্তিযোদ্ধা সাংবাদিক দেবপ্রসাদ দাস দেবু, সাইফুদ্দিন মো. খালেদ, মাহবুব উর রহমান, প্রভাত বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহীর মৃত্যু
পরবর্তী নিবন্ধবেগম মনোয়ারা আলী