চট্টগ্রাম প্রেস ক্লাবে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

| শনিবার , ৯ মার্চ, ২০২৪ at ৮:১৬ পূর্বাহ্ণ

বাংলাদেশসহ সারাবিশ্বে নারীরা এগিয়ে চলেছে। নারীর ক্ষমতায়ন এখন বাস্তবতা। তারই নিরিখে ব্যতিক্রমী আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবে প্রথমবারের মতো পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত এই অনুষ্ঠানের প্রতিটি পর্ব পরিচালিত হয় নারীদের অংশগ্রহণে।

অনুষ্ঠানমালায় ছিল প্রেস ক্লাব পরিচালনায় ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের সহধর্মিণীদের দায়িত্ব গ্রহণ ও প্রতীকী ব্যবস্থাপনা কমিটির সভা, আন্তর্জাতিক নারী দিবসের কেক কাটা, ‘নারীপুরুষ দৃষ্টিভঙ্গি পাল্টাইসুন্দর সমাজ গড়ি’ শীর্ষক আলোচনা, সঙ্গীতানুষ্ঠান এবং র‌্যাফল ড্র। প্রতীকী ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তারা হলেন সিনিয়র সহসভাপতি জেসমিন আক্তার ডলি, সহসভাপতি ফারজানা আকতার, যুগ্ম সম্পাদক সৈয়দা জান্নাতুল নাঈম, অর্থ সম্পাদক বিবি জয়নাব, সাংস্কৃতিক সম্পাদক বিবি জয়নাব আইরিন, ক্রীড়া সম্পাদক আনিকা ইখতিয়ার, গ্রন্থাগার সম্পাদক রোজিনা ইয়াছমিন, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক কামরুন নাহার রিতা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদ সুলতানা মায়া, কার্যকরী সদস্য হোসনে আরা খানম চৌধুরী, মিসেস মোয়াজ্জেমুল হক, নার্গিস সুলতানা এবং সীমা আলম। নারীদের প্রেস ক্লাব পরিচালনার দায়িত্ব গ্রহণের পর নারী ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নারী দিবসের কেক কাটার পর শুরু হয় আবৃত্তি, গান ও আলোচনা।

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপকমিটির আহ্বায়ক শাহিন আরা বেগমের সঞ্চালনায় এ পর্বে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রতীকী সভাপতি সুমাইয়া সালাহ্‌উদ্দিন। অতিথি ছিলেন সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার স্পিনা রাণী প্রামাণিক। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রতীকী সাধারণ সম্পাদক কান্তা দে। আবৃত্তি, গান ও আলোচনায় অংশ নেন উদযাপন উপকমিটির সদস্য শামীম আরা লুসি, শামিমা নার্গিস, সুস্মিতা চৌধুরী, শারমিন এলাহী, পম্পি ঘোষ, সুচন্দা নন্দী, রোকসানা বন্যা, জেসমিন আক্তার শিমুল, জান্নাতুল ফেরদৌসী, সানজিদা আক্তার, ফেরদৌস পারভীন পলি, তপতী দাশ, চন্দনা দাশ প্রমুখ।

কথামালায় বক্তারা বলেন, বিশ্বের মোট জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি নারী। তাদের পিছিয়ে রেখে বাসযোগ্য পৃথিবী গড়া সম্ভব নয়।

বর্তমানে বাংলাদেশেও নারীদের মর্যাদা অনেকগুণ বেড়েছে। আমরা পুরুষকে সাথে নিয়ে উন্নয়নশীল দেশ গঠন আরো ত্বরান্বিত করতে চাই। র‌্যাফল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে নারী দিবসের অনুষ্ঠানমালা সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগরে ওয়াক ম্যারাথনে অংশ নিলেন ১০০ নারী
পরবর্তী নিবন্ধবইয়ের প্রচার-প্রসারেও প্রকাশকের ভূমিকা রাখা জরুরি