আগামী নির্বাচন ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ দলের এক মতবিনিময় গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক সুসানে গিয়েন্ডল ও ম্লাদেন কোবাসেভিচ নির্বাচনকালীন সংবাদ সংগ্রহ ও তথ্যসূত্র, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের কাজের পরিবেশ, আসন্ন নির্বাচনী পরিবেশ ও রাজনৈতিক প্রচার–প্রচারণা এবং বাংলাদেশের গণমাধ্যমে নারীদের উপস্থিতি নিয়ে প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন। এসময় ইইউ পর্যবেক্ষণ দল তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন।
প্রেস ক্লাব নেতৃবৃন্দ জানান, ফ্যাসিস্টের আমলে রাজনৈতিক চাপের কারণে গণমাধ্যম নির্বাচনকালীন সংবাদ স্বাধীনভাবে প্রচার করতে পারেনি। একারণে প্রকৃত সংবাদ থেকে বঞ্চিত হয় দেশের জনগণ। ৫ আগস্টের পর দেশের সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া নির্বাচনকালীন ইইউ পর্যবেক্ষক দলকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
ইইউ পর্যবেক্ষক দল জানান, সুষ্ঠ, অবাধ, গ্রহণযোগ্য ও সমাজের সব শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহণে নির্বাচন প্রত্যাশা করে ইইউ। গণমাধ্যমের ভূমিকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনসংক্রান্ত আলোচনা আমরা বিশেষ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করব। এই নির্বাচন ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, আসন্ন নির্বাচন হবে স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রাপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, সিনিয়র সাংবাদিক কাজী আবুল মনসুর, প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ ও উপ কমিটির আহবায়ক মো. আজাদ। প্রেস বিজ্ঞপ্তি।











