চট্টগ্রাম প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ

পত্রিকা অফিসে হামলা

| রবিবার , ২১ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৬ পূর্বাহ্ণ

প্রথম আলো, ডেইলি স্টারের কার্যালয় এবং ছায়ানট ও উদীচিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব। সেই সঙ্গে ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবিলম্বে স্বাভাবিক করার জোর দাবি জানানো হয়।

গতকাল শনিবার এক বিবৃতিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া মো. আরিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর শোকে জাতি যখন চরম দুঃখভারাক্রান্ত, ক্ষোভেবিক্ষোভে উত্তাল সাধারণ মানুষ ঠিক এমন এক সময়ে গণমাধ্যমের ওপর হামলা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিসরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি। গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের সাংবিধানিক অধিকার এবং আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী।

নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালী আহলা দরবারে তিন দিনব্যাপী ওরশ মাহফিল সম্পন্ন
পরবর্তী নিবন্ধএকটি মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের দিকে নিতে চাইছে