চট্টগ্রাম প্রেস ক্লাবের সাথে সাইফ পাওয়ারের সম্পর্ক অটুট থাকবে

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তরফদার রুহুল আমিন

| শুক্রবার , ২৫ ডিসেম্বর, ২০২০ at ৬:৫৯ পূর্বাহ্ণ

সাইফ পাওয়ারটেক লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেছেন, সাংবাদিকরা জাতির দর্পণ এবং সমাজের প্রয়োজনে তারা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বর্তমান করোনাভাইরাস মহামারির মধ্যেও সারাদেশের মতো চট্টগ্রামের সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের সংগঠন হিসেবে চট্টগ্রাম প্রেস ক্লাব এবং এখানকার সাংবাদিকরা সবসময় ভূমিকা রেখে যাচ্ছে। এ সংগঠন এবং সাংবাদিকদের সাথে আমার ও সাইফ পাওয়ার টেক লিমিটেডের সম্পর্ক দীর্ঘদিনের। অতীতের মতো ভবিষ্যতেও এ সম্পর্ক অব্যাহত থাকবে। এসময় করোনাকালে অব্যাহতভাবে কাজ করে যাওয়া ফ্রন্টলাইনার যোদ্ধা হিসেবে চট্টগ্রামের প্রেস ক্লাবের সদস্যদের কল্যাণে বিশ লাখ টাকা সহযোগিতা করার ঘোষণা দেন তরফদার রুহুল আমিন।
গতকাল বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মনজুর কাদের মনজু, দেবদুলাল ভৌমিক, রুপম চক্রবর্তী, রাশেদ মাহমুদ, আইয়ুব আলী, মিন্টু চৌধুরী, স ম ইব্রাহিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাবেক প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর আর নেই
পরবর্তী নিবন্ধসুবিমল স্মৃতি সংসদের আলোচনা সভা