চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতিকে আগরতলা প্রেসক্লাবে সংবর্ধনা

| সোমবার , ২৫ অক্টোবর, ২০২১ at ৬:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাসকে সংবর্ধনা দিয়েছে ভারতের আগরতলা প্রেসক্লাব। গতকাল রোববার দুপুরে আগরতলা প্রেসক্লাব ভবনে এই সংবর্ধনা দেওয়া হয়। আগরতলা প্রেসক্লাবে পৌঁছালে চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আগরতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রণব সরকার। এ সময় ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রমাকান্ত দে, সাংবাদিক বিপ্লব পার্থ উপস্থিত ছিলেন।
আলী আব্বাস বলেন, ত্রিপুরা ও বাংলাদেশের মানুষের সম্পর্ক আত্মার। মহান স্বাধীনতা যুদ্ধে ত্রিপুরার মানুষ বাংলাদেশীদের যেভাবে সহযোগিতা করেছে তা ভুলার মতো নয়। আমাদের দেশ ভিন্ন হতে পারে কিন্তু সাংস্কৃতিক, সামাজিক বিভিন্ন দিক দিয়ে আমরা অভিন্ন। ত্রিপুরা ও বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরো শক্ত এবং দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি আগরতলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আগরতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রণব সরকার বলেন, আগরতলা ও চট্টগ্রামের সাংবাদিকদের মধ্যে একটি মৈত্রীময় বন্ধন রয়েছে। দুই দেশের সাংবাদিকরা বিভিন্ন সময় তাদের সম্পর্ক মজবুত করতে সফর করেছে।
আশাকরি আগরতলা ও চট্টগ্রামের সাংবাদিকদের মধ্যে ভবিষ্যতে আরো বিভিন্ন বন্ধুত্বপূর্ণ কর্মসূচি গৃহীত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাদার্ন মেডিকেল কলেজ ছাত্রলীগের খাদ্যসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধবান্দরবানে ট্রাক চাপায় যুবকের মৃত্যু