চট্টগ্রাম প্রেসক্লাবে ফের হামলা, আহত ২০ সাংবাদিক

| বৃহস্পতিবার , ১৫ আগস্ট, ২০২৪ at ৭:৩৩ পূর্বাহ্ণ

ফের দুর্বৃত্তদের হামলায় আক্রান্ত হয়েছে ঐতিহ্যবাহী চট্টগ্রাম প্রেসক্লাব। এতে অন্তত ২০জন সাংবাদিক আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় অতর্কিতভাবে প্রেসক্লাবের প্রধান ফটকের তালা ভেঙে ক্লাবে প্রবেশ করে কিছু দুর্বৃত্ত। পরে তারা চতুর্থ তলায় ক্লাবের মূল অফিসে উঠে সেখানেও তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা বেশকিছু কক্ষে ভাঙচুর চালায়। পরে ক্লাবে উপস্থিত থাকা ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ সাধারণ সদস্যদের ওপর হামলা চালায়। চট্টগ্রাম প্রেস ক্লাবের এক বিবৃতিতে বলা হয়, হামলায় সিনিয়র সাংবাদিক নির্মল চন্দ্র দাশ, গোলাম মর্তুজা আলী, হেলাল সিকদারসহ অন্তত ২০ জন আহত হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে আসে।

চট্টগ্রাম প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, অবরুদ্ধ হওয়ার প্রায় তিনঘণ্টা পর চট্টগ্রাম প্রেসক্লাবে থাকা ৪০ জন সদস্যকে উদ্ধার করা হয়। হামলাকারীরা বুধবার সন্ধ্যায় হাতুড়ি ও শাবল দিয়ে প্রধান ফটকের তালা ভেঙে ক্লাবের ভেতরে প্রবেশ করে। তারা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষ, মিডিয়া রুম, মিটিং রুম, হিসাব বিভাগ, রিসিভশন ভাংচুর করে। তারা সিসিটিভি ও কম্পিউটারের হার্ডডিস্কসহ ক্লাবের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

চট্টগ্রাম প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, বুধবার সন্ধ্যায় একদল দুর্বৃত্ত হাতুরি ও শাবল দিয়ে প্রধান ফটকের তালা ভেঙে ক্লাবের ভেতরে প্রবেশ করে। এসময় উপস্থিত থাকা সাংবাদিকদের মারধরও করে তারা।

দুর্বৃত্তরা এর আগেও কয়েকদফায় চট্টগ্রাম প্রেসক্লাবে হামলা চালায় জানিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক এর তীব্র নিন্দা জানিয়েছেন। একইসাথে তারা এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফফতারের দাবি জানান। দুর্বৃত্তদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে ক্লাবের সদস্যদের প্রতি আহ্বান জানান ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ।

হামলার এসব ঘটনা চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ প্রশাসনের বিভিন্ন স্তরে অবহিত করেছে। জেলা প্রশাসনের পর গতকাল বুধবার সিএমপি কমিশনারকে পরিস্থিতি ব্যাখ্যা করে স্মারকলিপি প্রদান করা হয়েছে। উল্লেখ্য, ১০ তলা বিশিষ্ট চট্টগ্রাম প্রেসক্লাব ভবনে বেশ কয়েকটি গণমাধ্যম প্রতিষ্ঠান, হজ কাফেলা, আর্কিটেকচারাল অফিস, মোবাইল কমিউনিকেশন অফিস, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও বাতিঘর নামে একটি বই বিপণি কেন্দ্র রয়েছে। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধ১০ কর্মকর্তাকে ৯৫ হাজার টাকা করে ফেরত দেয়ার নির্দেশ
পরবর্তী নিবন্ধবৈষম্যবিরোধী ছাত্রদের দাবির মুখে চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাময়িক বরখাস্ত