তথ্য উপদেষ্টা মাহফুজ আলম গত রোববার ঢাকায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে চট্টগ্রাম প্রেসক্লাব পরিস্থিতি টেনে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রেসক্লাব নিয়ে সত্য প্রকাশ করায় চট্টগ্রামের সাংবাদিকদের ৮ সংগঠনের নেতৃবৃন্দ তথ্য উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ প্রেসক্লাবকে সচল করে অনতিবিলম্বে একটি নির্বাচন অনুষ্ঠানে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য তথ্য উপদেষ্টার প্রতি আহ্বান জানান।
তথ্য উপদেষ্টা বলেছেন, ‘প্রেসক্লাব দখল হয়ে আছে। চিটাগং প্রেসক্লাবের ইস্যু গত একবছরে আমি সল্ভ করতে পারিনি। বিকজ অব দ্য পলিটিক্যাল পার্টিজ ইনভলবমেন্ট ইজ দেয়ার। ওখানে জুয়া চলে। আরও কী কী চলে! আমি এগুলো ডিসিকে বলে বন্ধ করতে পেরেছি কিছুটা। কিন্তু প্রেসক্লাব ইস্যুতে রাজনৈতিক দলগুলোর কারণে গত একবছরে একটা নির্বাচন হয়নি চিটাগং প্রেসক্লাবের।’ তিনি সাংবাদিকতা ও সংশ্লিষ্ট বিষয়ে আরও নানা মূল্যবান কথা বলায় সাংবাদিক নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিবৃতি প্রদানকারী ৮ সংগঠনের নেতৃবৃন্দ হচ্ছেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব মহসিন কাজী, চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম সাংবাদিক কো–অপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি খোরশেদ আলম ও সম্পাদক যীশু রায় চৌধুরী, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাসিরুদ্দিন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাশেদ মাহমুদ ও সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মিয়া আলতাফ, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুন। প্রেস বিজ্ঞপ্তি।












