চট্টগ্রামের প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে এক সময় নিয়মিতই বিদেশি ফুটবলার খেলতেন। কিন্তু গত বেশ কয়েক বছর ধরে তা বন্ধ হয়ে গেছে। তাই এখন বিদেশি ছাড়াই হয় চট্টগ্রামের ফুটবল লিগ। তবে এবারের লিগে একজন বিদেশিকে দেখা যাবে চট্টগ্রামের মাঠে। যদিও তিনি এখন আর বিদেশি নন। এলিটা কিংসলে নামক এই নাইজেরিয়ান এখন বাংলাদেশী নাগরিক। তিনি এদেশের নাগরিকত্ব পেয়েছেন এবং বাংলাদেশ জাতীয় দলেও খেলেছেন। কাজেই বিদেশী থেকে দেশি বনে যাওয়া এই ফুটবলার এবারের লিগে মাঠে নামবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের হয়ে। গতকাল ঢাকায় নিজ বাসায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রাম দলে খেলার জন্যে চুক্তিতে স্বাক্ষর করেন এলিটা। এসময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী কোচ মোহাম্মদ শাহাজান সামি। এই এলিটাকে দলে নিয়ে নিজেদের শক্তিকে যেন আরো বাড়াল এবারের লিগে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে নামা মুক্তিযোদ্ধা। ক্লাবটির কর্মকর্তারা আশা করছেন এলিটা তাদের দলের জন্য বড় শক্তি হিসেবে দেখা দেবে। একই সাথে তারা আশা করেন দীর্ঘদিন পর একজন বিদেশির খেলা দেখতে পাবে চট্টগ্রামের দর্শকরা। যদিও তিনি এখন বাংলাদেশী ফুটবলার। তার উপস্থিতি দলের তরুন ফুটবলারদের অনুপ্রাণিত করবে বলেও আশা করছেন মুক্তিযোদ্ধার কর্মকর্তারা।
উল্লেখ্য নাইজেরিয়ান ক্লাব আকওয়া ইউনাইটেডের হয়ে খেলার মাধ্যমে এলিটা কিংসলে তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন। ২০১১ সালে তিনি বাংলাদেশী ক্লাব আরামবাগে যোগদান করেন। পরে বিজেএমসি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ঢাকা, বসুন্ধরা কিংস হয়ে ঢাকা আবাহনীতে খেলেছেন। বাংলাদেশ সরকার ইতিমধ্যে তাকে নাগরিকত্ব দিয়ে বাংলাদেশী ফুটবলারে পরিণত করেছে। তিনি এ দেশ থেকে বিবাহও করেছেন। এক কন্যা সন্তানের জনক এখন এলিটা কিংসলে।