চট্টগ্রাম পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত

এক মাসের মধ্যে দাবি পূরণের আশ্বাস জেলা প্রশাসকের

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৯ মে, ২০২৪ at ১০:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের ডাকা ৩৬ ঘণ্টার ধর্মঘট স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের আহ্বানে ধর্মঘট স্থগিত করতে সম্মত হন পরিবহন নেতৃবৃন্দ। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ১৯ মে থেকে ২০ মে পর্যন্ত বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলায় ৩৬ ঘণ্টা পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক কর্ম বিরতি প্রসঙ্গে অনুষ্ঠিত বৈঠকে জেলা প্রশাসক বলেন, আগামী ১ মাসের মধ্যে পরিবহন নেতাদের যৌক্তিক দাবিসমূহের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।

বৈঠকে জেলা প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে পরিবহন নেতৃবৃন্দ আপাতত ধর্মঘট স্থগিত করেন। এ সময় জেলা প্রশাসক শ্রমিক নেতাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং তাদের দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেন।

এ সময় তিনি উপজেলা পর্যায়ে ডোপ টেস্ট চালু করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা প্রদান করেন। বেআইনি পরিবহন সংগঠনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ ও পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য শ্রম দপ্তরকে নির্দেশনা প্রদান করেন। তিনি টার্মিনাল নির্মাণের বিষয়ে সিটি কর্পোরেশন ও সিডিএ এর সাথে যোগাযোগ করার পরামর্শ প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআরটিএ, বিপিসি, গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এবং পরিবহন শ্রমিক মালিক সংগঠনগুলোর প্রতিনিধিরা।

পূর্ববর্তী নিবন্ধপ্রস্তুত হোন, বিএনপির নেতৃত্বে নতুন কর্মসূচি আসছে : অলি
পরবর্তী নিবন্ধট্রাকের সাথে সংঘর্ষে বাইক ভেঙে চুরমার, দুই আরোহী আহত