গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি, পরিকল্পনা ও সহযোগিতার অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ১ এপ্রিল রাত ১২:০১টা থেকে ১ এপ্রিল রাত ১১:৫৯টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, স্পেশাল পাওয়ার অ্যাক্ট সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গ্রেফতার আসামিরা হলেন, কর্ণফুলী থানার আব্দুর রহমান (২৬), কেতোয়ালীর মোঃ মাসুদ খান (৩৭), চাঁন্দগাও থানার মোঃ সাইমন (২০), হাসান মুরাদ ফাহিম (২০), মোঃ রাকিব (২০), মোঃ নুরুল আমিন (৩৮), সদরঘাট থানার ৩৫নং বক্সির হাট ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন (৩৭), এনায়েতুর রহমান নয়ন (২৫), মোঃ হাবিবুর রহমান হাবিব (৩৭), বাকলিয়া থানার মোঃ আরিফ (২৭), মোঃ আব্দুল করিম (১৯), ইপিজেড থানার মোঃ মনজু প্রকাশ মজনু (২৯), ডবলমুরিং মডেল থানার আসামি মোঃ হাসান (২২), মোঃ জনি (২০), পাহাড়তলী থানার মোবারক হোসেন (৩০), বায়েজিদ বোস্তামী থানার ওসমান গনি নিরব (৪০), হালিশহর থানার মোঃ সবুজ (২৫), চকবাজার থানার মোঃ আলাল (২৭) ও মোঃ পারভেজ (২৭)।
পুলিশ জানায়, সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। থানাগুলোতে চলমান তদন্তে গ্রেফতারকৃতদের ভূমিকা ও অভিযোগের স্পষ্ট প্রমাণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানানো হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অপরাধ দমনে যেকোনো অস্থিতিশীল প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।