চট্টগ্রাম নগর মহাপরিকল্পনা নিয়ে পরামর্শক সভা

| বৃহস্পতিবার , ১২ জানুয়ারি, ২০২৩ at ৬:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীতে কর্মরত এনজিওদের সমন্বিত ফোরাম চট্টগ্রাম আরবান নেটওয়ার্কের উদ্যোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টার প্ল্যান নিয়ে বিশেষজ্ঞ এবং অংশীজন পর্যায়ে মতামত ও সুপারিশ প্রদানের লক্ষ্যে পরামর্শক সভা আয়োজন করা হয়েছে। গত ১০ জানুয়ারি সেভ দ্য চিলড্রেন ও ইপসার সহযোগিতায় নগরীর একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম আরবান নেটওয়ার্কের সদস্য সচিব এবং ইপসার পরিচালক নাসিম বানুর সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান প্রকল্প পরিচালক এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ উপ প্রধান নগর পরিকল্পনাবিদ আবু ঈসা আনসারী।

প্রবন্ধ উপস্থাপনের আঙ্গিকে চট্টগ্রাম আরবান নেটওয়ার্কের উপদেষ্টামন্ডলী (বিশেষজ্ঞ আলোচক) এবং কারিগরি কমিটির সদস্যদের সুনির্দিষ্ট মতামতসমূহ লিপিবদ্ধ হয়। সভায় বিশেষজ্ঞ আলোচক স্থপতি অধ্যাপক জেরিন হোসেন, ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট চট্টগ্রাম চ্যাপ্টারের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, শিশু বিশেষজ্ঞ ডা. বাসনা মুহুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক ড. এ বি এম আবু নোমান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বিদ্যুৎ কান্তি নাথ।

বক্তব্য বাখেন ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, ইউএনডিপি নগর ব্যবস্থাপক মুহাম্মদ সরোয়ার হোসেন খান, সেভ দ্য চিলড্রেনের সিনিয়র অফিসার ওবায়দুল ইসলাম প্রমুখ। সভায় চট্টগ্রামের ২২টি বেসরকারি উন্নয়ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ তাদের মতামত ও সুপারিশ প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওজনে কারচুপি, দুই ফিলিং স্টেশনকে লাখ টাকা দণ্ড
পরবর্তী নিবন্ধএমএ আজিজ বঙ্গবন্ধুর প্রতি অবিচল আস্থার প্রতীক