চট্টগ্রাম নগরীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

| শনিবার , ২২ জুন, ২০২৪ at ১২:৫১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে ৬ মাসের কারাদণ্ডাদেশপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামি শাহেদ সায়েদকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পু‌লিশ।

শ‌নিবার (২১ জুন) নগরীর লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পু‌লিশ সূত্রে জানা যায়, গ্রেফতার শাহেদ অর্থঋণ জারি মামলা নং- ১৪/২০১২ সংক্রান্তে ২ কোটি টাকা আত্মসাতের ঘটনায় আদালত কর্তৃক ৬ মাসের কারাদণ্ডাদেশপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামি।

খুলশী থানাধীন লালখানবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার ও‌সি এস এম ওবায়েদুল হক জানান, গোপন সংবা‌দের ভিত্তিতে অ‌ভিযান চা‌লিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নে‌ওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় প্রাইভেটকারের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫
পরবর্তী নিবন্ধরাজাখালীর নুরুল হোসেন অস্ত্রসহ বাঁশখালী থানা পুলিশের জালে