চট্টগ্রাম নগরকে বাসযোগ্য করতে সকলের সহযোগিতা কামনা

যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় সিএমপি কমিশনার

| বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ at ৭:৩৫ পূর্বাহ্ণ

নগরের দামপাড়া পুলিশ লাইনস কনফারেন্স হলে গতকাল বুধবার মেট্রোপলিটন এলাকার যাত্রী ও পণ্য পরিবহন কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও সিএমপি কমিশনার হাসিব আজিজ।

এসময় তিনি চট্টগ্রাম মহানগরী এলাকায় সড়ক পথে যাত্রীসাধারণের যাতায়াত এবং পণ্য পরিবহন নিরাপদ ও নির্বিঘ্ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভিন্ন স্টেইকহোল্ডারদের সাথে আলোচনা করেন। আলোচনাকালে তিনি সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে যাত্রী ও পণ্য পরিবহন কমিটির কার্যকর ভূমিকা, উপযুক্তস্থানে স্ট্রিট লাইট ও জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা করা, ফিটনেস বিহীন/মেয়াদউত্তীর্ণ ২০ বছরের পুরাতন/ সড়কে চলাচল অনুপযোগী গাড়ি বাজেয়াপ্ত করা, ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরযান চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন। এছাড়াও তিনি চট্টগ্রাম মহানগরকে একটি আধুনিক ও বাসযোগ্য শহরে রূপান্তরের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সিএমপি’র পক্ষে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্‌) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মো. হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আসফিকুজ্জামান আকতারসহ সংশ্লিষ্ট স্টেইকহোল্ডারদের প্রতিনিধি ও সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহসুফি আমানত খান (রহ .) দরবারে শাহাদাতে কারবালা মাহফিল
পরবর্তী নিবন্ধনিখোঁজের ৩ দিন পর বান্দরবানে রেইছা ছড়া থেকে শিশুর লাশ উদ্ধার