চট্টগ্রাম-দোহাজারী রেল যোগাযোগ বন্ধ

ওয়াগন লাইনচ্যুত

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ২ অক্টোবর, ২০২০ at ৫:৩০ পূর্বাহ্ণ

চন্দনাইশ কাঞ্চননগর স্টেশন এলাকায় ফার্নেস অয়েলবাহী ২টি খালি ওয়াগন লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রামদোহাজারী রেল যোগাযোগ বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দোহাজারী স্টেশন ছেড়ে আসা ওয়াগন ২টি লাইনচ্যুত হয়।

দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইকবাল হোসেন চৌধুরী জানান, দোহাজারীকালিয়াইশ পিকিং পাওয়ার প্লান্টের জন্য ফার্নেস অয়েল নিয়ে গত ৩০ সেপ্টেম্বর ৮টি ওয়াগনের একটি ট্রেন দোহাজারী রেলওয়ে স্টেশনে আসে। ফার্নেস অয়েল খালি করে ওয়াগনগুলো গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে চট্টগ্রামের উদ্দেশে দোহাজারী স্টেশন ছেড়ে যায়। আধঘণ্টা পর সেটি কাঞ্চননগর রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছলে ২টি ওয়াগন লাইনচ্যুত হয়ে উল্টে যায়। বর্তমানে চট্টগ্রামদোহাজারী লাইনে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এই রিপোর্ট লেখার সময় তিনি বলেন, উদ্ধারকারী রিলিফ ট্রেনটি ২ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছবে। লাইনচ্যুত ওয়াগন ২টি উদ্ধারের পর রেল চলাচল স্বাভাবিক হবে। তবে দুর্ঘটনা কারণে রাত ৮টায় চট্টগ্রাম থেকে যে যাত্রীবাহী লোকাল ট্রেনটি দোহাজারী স্টেশনে আসার কথা সেটির সিডিউল বাতিল করা হয়েছে। ফলে আজ শুক্রবার সকাল ৮টার যাত্রীবাহী লোকাল ট্রেনটি দোহাজারী ছেড়ে যাবে না। তিনি বলেন, ওয়াগন লাইনচ্যুত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। তবে ওয়াগন ২টি এবং লাইনের কিছুটা ক্ষতি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রেমিকের সাথে দেখা করতে এসে সৈকতে ধর্ষণের শিকার যুবতী
পরবর্তী নিবন্ধপ্রতারণায় তিন বোনের ‘প্রেমের ফাঁদ’