চট্টগ্রাম দাবা একাডেমির ক্যাম্পাস পরিদর্শন করেছেন গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস দাবা কমিটির যুগ্ম সম্পাদক ফিদে মাস্টার আব্দুল মালেক, সিজেকেএস দাবা কমিটির যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম দাবা একাডেমির প্রতিষ্ঠাতা
পরিচালক রাকিব–উল–ইসলাম সাচ্চু, দাবা একাডেমির চীফ কোর্ডিনেটর সৈয়দ আব্দুল আহাদ, একাডেমির পরিচালক মো. নুরুল আমিন, এম এম আবু সুফিয়ান ও তৌহিদুল করিম। গ্র্যান্ড মাস্টার এনামুল রাজিব দাবা প্রশিক্ষণের জন্য ক্যাম্পাসের পরিবেশের প্রশংসা করেন এবং দাবাকে এগিয়ে নিয়ে যেতে চট্টগ্রাম দাবা একাডেমির জন্য শুভ কামনা করেন।












