চট্টগ্রাম দলিল লেখক সমিতির উদ্যোগে প্রবীণ সদস্য ও উপদেষ্টা মো. এয়াকুব স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভা গতকাল সোমবার সমিতির ১নং মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমিতির সিনিয়র সহ–সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আকবর আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা রেজিষ্ট্রার মিশন চাকমা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সদর সাব রেজিষ্ট্রার সঞ্জয় কুমার আচার্য্য, চান্দগাঁও সাব রেজিষ্ট্রার মু. মামুনুল ইসলাম, পাহাড়তলী সাব রেজিষ্ট্রার আলী আজগর, জেলা রেজিষ্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী জাফর উল্লাহ, সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ আবু তালেব, সিনিয়র যুগ্ম মহাসচিব এম. মোক্তার আহম্মদ, আহম্মদ আবদুল কাইয়ুম, মোহাম্মদ নুর উদ্দিন চৌধুরী, রনজিত কুমার দাশ, মালিক লাল বিশ্বাস ও মো. মনজুুরুল আলম মঞ্জু। বক্তব্য রাখেন মো. আকবর আলী, মো. সেলিম উদ্দিন, মো. মামুনুর রশিদ, মো. সিরাজুল আলম, মোঃ জসিম উদ্দিন, মো. আলমগীর হোছাইন, মোহাম্মদ মাইনুদ্দিন খান প্রমুখ। প্রধান অতিথি বলেন, মো. এয়াকুব ছিলেন একজন মানবিক মানুষ। তিনি আজীবন দলিল লেখকদের কল্যাণে কাজ করে গেছেন। তিনি বলেন–জাতীয় রাজস্ব আহরণে দলিল লেখকদের ভূমিকা অপরিসীম। তাই দলিল লেখকদের যে কোন সমস্যা নিরসনে আমরা সব সময় আন্তরিক। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মো. শহীদুল ইসলাম।