চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির উদ্যোগে সাম্প্রতিক সময়ে মহানগরীতে ভূমি রেজিষ্ট্রেশনে জটিলতা এবং ভূমি অফিসে মিউটেশান (নামজারী) করণে চলমান জনভোগান্তি নিরসনের দাবিতে এক বিশেষ সাধারণ সভা গত ২ অক্টোবর কোর্ট হিলস্থ সমিতির ১নং মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমিতির সিনিয়র সহ–সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আকবর আলীর সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, মহানগরীতে ভূমি বেচা–কেনায় রেজিস্ট্রেশন কার্যক্রমে দিন দিন জটিলতা বাড়ছে। খতিয়ানে জমির শ্রেণি নাল থাকলেও ভুমি অফিসে অনলাইনে খাজনার দাখিলা প্রদান কালে (আবাসিক) লিখে দেওয়ার কারণে বেচাকেনায় আবাসিক হারে রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হচ্ছে। এতে সাধারণ মানুষ ভূমি ক্রয় করতে গিয়ে চরমভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ ব্যাপারে জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করার জন্য ভূমি ও আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টগণের হস্তক্ষেপ কামনা করা হয়। এছাড়া সভায় ভূমি মিউটেশানে অফিসে নিত্য দিনের চরম হয়রানি এবং ঘুষ বাণিজ্য বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রিয় উপদেষ্টা সৈয়দ মো. আবু তালেব, জেলা কমিটির সাধারণ সম্পাদক এম, মোক্তার আহাম্মদ, সমিতির উপদেষ্টা আহমদ আবদুল কাইয়ুম, মোহাম্মদ নুর উদ্দিন চৌধুরী, মো. ইউনুস, মুহাম্মদ মাহবুবুল আলম, মো. তমিজ উদ্দিন চৌধুরী, মো. আকবর আলী, মো. এরশাদ উদ্দিন, মো. সেলিম উদ্দিন, মো. মনিরুল ইসলাম, মো. মামুনুর রশিদ, মো. আকবর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।